শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারালো পাকিস্তান

দুই ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ৯ রান। হাতে তখনও তিন উইকেট বাকি। ১৯তম ওভারে বল করার জন্য হারিস রউফকে ডেকে আনলেন অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করলেও দমে যাননি হারিস রউফ। ১০ বলে ইংল্যান্ডের তখন প্রয়োজন কেবল ৫ রান।

এমন এক পরিস্থিতিতে তৃতীয় এবং চতুর্থ- টানা দুই বলে ২ উইকেট তুলে নিলেন তিনি। পাকিস্তানের জয় প্রায় নিশ্চিত হয়ে যায় তখনই। তবুও শঙ্কা। শেষ মুহূর্তে একটি বাউন্ডারি কিংবা ছক্কাই সব বদলে দিতে পারে।

তবে হারিস রউফ একটি লেগ বাই দিয়ে ওভার শেষ করেন। শেষ ওভারে দরকার ৪ রান। বোলার মোহাম্মদ ওয়াসিম। প্রথম বল ডট, দ্বিতীয় বলেই রানআউট হয়ে গেলেন টপলি।

শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে শেষ পর্যন্ত ৩ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। ম্যাচ সেরা হলেন হারিস রউফই।

জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১৬৭ রান। প্রথমে ব্যাট করতে নেমে ১৬৬ রান করে পাকিস্তান। ৮৮ রান করেছিলেন মোহাম্মদ রিজওয়ান।

১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটারদের কেউ খুব একটা দাঁড়াতেই পারেনি। ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। ৮ রানে ফিল সল্ট, ৫ রানে অ্যালেক্স হেলস এবং উইল জ্যাকস আউট হয়ে যান কোনো রান না করেই।

মিডল অর্ডারেই যা কিছুটা রান ওঠে ইংল্যান্ডের। বেন ডাকেট করেন ৩৩ রান, হ্যারি ব্রুক করেন ৩৪ রান, মইন আলি করেন ২৯ রান এবং লিয়াম ডসন করেন ৩৪ রান। এছাড়া আর কেউ দাঁড়াতেই পারনি। ১৯.২ ওভারেই ১৬৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

পাকিস্তানের হয়ে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন হারিস রউফ, মোহাম্মদ নওয়াজও নেন ৩ উইকেট। মোহাম্মদ হাসনাইন নেন ২ উইকেট এবং মোহাম্মদ ওয়াসিম নেন ১ উইকেট। ৭ ম্যাচের সিরিজ ২-২ এ সমতা বিরাজ করছে এখন।

আইএইচএস/কেএসআর



https://ift.tt/GHmTvra
from jagonews24.com | rss Feed https://ift.tt/092pzkA
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url