হেরেও ম্যাচসেরা আফগানিস্তানের গুরবাজ

 

সাধারণত জয়ী দলের ক্রিকেটারই ম্যাচসেরার পুরস্কার পেয়ে থাকেন। তবে এর ব্যতিক্রম যে হয় না, তেমনও নয়। সেটা বিরল। যেমনটা ঘটলো আজ আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেট আর ৫ বল হাতে রেখে হারিয়েছে শ্রীলঙ্কা।

অথচ জয়ী দল শ্রীলঙ্কা হলেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে আফগানিস্তানের ক্রিকেটারের হাতে। তিনি কে? রহমানুল্লাহ গুরবাজ।

আসলে গুরবাজ যে ইনিংসটা খেলেছেন, তা ছাপিয়ে গেছে দুই দলের পারফরমারদের। শ্রীলঙ্কা তাদের পুরো ইনিংসে ছক্কা হাঁকিয়েছে ৭টি। গুরবাজ একাই হাঁকান ৬ ছক্কা।

৪৫ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ৮৪ রানের ইনিংস খেলে আফগানিস্তানকে ১৭৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছিলেন। দল জিততে পারেনি। তবে গুরবাজই শেষ পর্যন্ত হয়েছেন ম্যাচসেরা।

এমএমআর/



https://ift.tt/MavjcJD
from jagonews24.com | rss Feed https://ift.tt/NM8zEjR
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url