অসচেতনতা-অবহেলায় জরায়ুমুখ ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বাড়ছে

 

দেশে যেসব নারী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, তাদের মধ্যে বেশিরভাগই জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, এ ক্যানসারে মৃত্যুর প্রধান কারণ অসচেতনতা ও অবহেলা।

রোববার (২ অক্টোবর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘জরায়ুমুখ ক্যানসার সচেতনতা’ শীর্ষক সেমিনার বক্তারা এ কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. জি এম সায়েদুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। এতে মূল বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. নাফিসা আমিন খান।

সেমিনারে আলোচকরা বলেন, জরায়ুমুখ ক্যানসার দেশের নারীদের মধ্যে দ্বিতীয় ও বিশ্বব্যাপী চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যানসার। বাংলাদেশে ক্যানসারে নারীদের মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় প্রধান কারণ। এ ক্যানসারে মৃত্যুর কারণ অসচেতনতা ও দীর্ঘসময়ের অবহেলা।

তারা আরও বলেন, প্রতি বছর দেশে ১০ হাজারের বেশি নারী জরায়ুমুখ ক্যানসারে মারা যান। ৯-৪৫ বছর পর্যন্ত সব সুস্থ নারীকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে জরায়ুমুখের ক্যানসার নির্মূলে অনেকটা এগিয়ে যাবে।

সেমিনারে জরায়ুমুখ ক্যানসার কী, কেন হয়, প্রাথমিক লক্ষণ এবং প্রতিকার ও প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া সেমিনারে দেশের এইচপিভি ভ্যাকসিনের (হিউম্যান পাপিললোমাভাইরাস) প্রয়োজনীয়তা এবং ক্যানসার নির্মূলে নিয়মিত স্ক্রিনিং ও এইচপিভি ভ্যাকসিন (হিউম্যান পাপিললোমাভাইরাস) প্যাপিলোভ্যাক্সের সূচনা হলে কীভাবে এটি জরায়ুমুখের ক্যানসারমুক্ত দেশ অর্জনে অবদান রাখতে পারে এ নিয়ে আলোচনা হয়।

এমএইচএম/এএএইচ



https://ift.tt/iU8JpB1
from jagonews24.com | rss Feed https://ift.tt/QuRly58
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url