রংপুরে মির্জা ফখরুল, সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

গণসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে অবতরণ করেন তিনি। পরে সড়কপথে রাত ১০টায় রংপুরের কালেক্টরেট মাঠে এসে পৌঁছান।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু তার সঙ্গে ছিলেন। কালেক্টরেট মাঠে এসে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারা।

শনিবার (২৯ অক্টোবর) বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল।

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা এরইমধ্যে রংপুরে এসে পৌঁছেছেন।

এদিকে বিএনপির এই গণসমাবেশের আগে দুদিনের পরিবহন ধর্মঘট ডেকেছে রংপুর মটর মালিক সমিতি। শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ধর্মঘট। শনিবার সন্ধ্যা পর্যন্ত চলবে।

রংপুর জেলা মটর মালিক সমিতি বলছে, মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট।

তবে বিএনপি বলছে, সমাবেশে যেন নেতাকর্মীরা না আসতে পারেন তাই এই ধর্মঘট দেওয়া হয়েছে।

এদিকে ধর্মঘটের কারণে সমাবেশস্থলে আগে থেকেই আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। যে কোনো উপায়ে গণসমাবেশ সফল করতে তারা নিজ নিজ উপায়ে মাঠে এসে অবস্থান নিয়েছেন।

জেডএইচ/



https://ift.tt/3UYQ8Zp
from jagonews24.com | rss Feed https://ift.tt/qxs42gt
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url