হৃদরোগে আক্রান্ত হয়ে জাবি অধ্যাপক পীযূষ শাহার মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক পীযূষ শাহা মারা গেছেন।

রোববার (২ অক্টোবর) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তিনি মারা যান।

জাবির ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক দিদারে আলম মুহসিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক দিদারে আলম মুহসিন জানান, শনিবার (১ অক্টোবর) থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক পীযুষ শাহা। রোববার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

অধ্যাপক পীযূষ শাহার মৃত্যুতে শোক জানিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, অধ্যাপক পীযূষ শাহার অকাল প্রয়াণে দেশ-জাতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হলো।

মাহবুব সরদার/এএএইচ



https://ift.tt/iU8JpB1
from jagonews24.com | rss Feed https://ift.tt/PwFKjWe
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url