গ্যাস সংকটে কমছে চিনি উৎপাদন, নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার

জ্বালানির মূল্যবৃদ্ধি ও গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জে বিভিন্ন কারখানায় চিনি উৎপাদন কমেছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২২ অক্টোবর) দিনব্যাপী সোনারগাঁয়ের বৃহৎ তিনটি চিনি উৎপাদনকারী শিল্প কারখানায় উৎপাদন ও বিপণন ব্যবস্থা তদারকি করে ভোক্তা অধিকার।

তদারকি অভিযান শেষে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানউজ্জামান জানিয়েছেন, ঠিক কতভাগ উৎপাদন কমেছে তার প্রকৃত তথ্য এখনই বলা যাচ্ছে না। তবে কারখানাভেদে সক্ষমতার চেয়ে ৩০-৪৫ শতাংশ উৎপাদন কম হচ্ছে। কারখানাগুলোতে চিনির দাম নিয়ে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে গ্যাস সংকটের কারণে উৎপাদন হ্রাস পেয়েছে।

jagonews24

এদিন সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ চিনি কারখানা, আব্দুল মোনায়েম গ্রুপের ইগলু চিনি কারখানা ও রূপগঞ্জের সিটি গ্রুপের তীর চিনির কারখানায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানউজ্জামান ও ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক মাহফুর রহমানের নেতৃত্বে একটি টিম এ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় তারা কারখানাগুলোতে চিনির উৎপাদন সক্ষমতা এবং প্রতিদিন কী পরিমাণ চিনি উৎপাদিত হচ্ছে, একই সঙ্গে প্রতিদিন মিল গেট থেকে কী পরিমাণ চিনি বাজারজাত হচ্ছে, এসব বিষয় পর্যবেক্ষণ করেন।

jagonews24

কারখানায় যে হারে চিনি উৎপাদন হচ্ছে একই হারে বাজারজাত হচ্ছে কি না এবং সরকার নির্ধারিত মিল রেট ও মোড়কে মুদ্রিত মূল্য ঠিক আছে কি না- এসব বিষয়ও খতিয়ে দেখে ভোক্তা অধিকার।

এ ব্যাপারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানউজ্জামান জানান, প্রতিটি কারখানায় তাদের উৎপাদন সক্ষমতারে চেয়ে কম চিনি উৎপাদিত হচ্ছে। এর কারণ হিসেবে জ্বালানি সংকট ও গ্যাসের প্রেসার কম থাকার কথা বলা হচ্ছে। এছাড়া সরকার নির্ধারিত মিল রেট ও সর্বোচ্চ খুচরা মূল্য ঠিক আছে কি না, সেটিও খতিয়ে দেখা হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এমকেআর



https://ift.tt/xzGk3Oc
from jagonews24.com | rss Feed https://ift.tt/nv36J9x
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url