স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে: সবুর

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং আইইবির সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর।

তিনি বলেছেন, আমাদের কর্মঘণ্টা বাচাঁনোর জন্য প্রকৌশলীদের সৃজনশীল ব্যবস্থা নিতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবে সারা বিশ্বে প্রকৌশলীরা নেতৃত্ব দেবেন।

তিনি আরও বলেন, আমাদের জাতীয় বাজেটের আকার অনেক বেড়েছে৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ১৯৭৩ সালে যে বাজেট দেওয়া হয়েছিল তা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অনেকগুণ সমৃদ্ধ হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে ‘পঞ্চমবার্ষিকী পেপার উপস্থাপন’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, আমরা বর্তমান সময়ের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করছি৷ এ চ্যালেঞ্জগুলোই আমাদের সুযোগ তৈরি করে দিচ্ছে। একাডেমিশিয়ান, শিক্ষার্থীরা সেই সুযোগগুলো গ্রহণ করবে। আমাদের পাওয়ার স্টেশনগুলোতে উৎপাদন বাড়াতে প্রকৌশলীরা আরও বেশি সক্রিয় হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. হাবিবুর রহমান।

ড. হাবিবুর বলেন, আমরা এমন একটি সময় অতিক্রম করছি যখন তড়িৎ কৌশল বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সময়ের সাথে বিভিন্ন বিষয়গুলোর সমন্বয় হলেই বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব হবে৷ তড়িৎ কৌশল বিভাগের প্রকৌশলীদের কাজ করার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। ২০৪১ সালের বাংলাদেশ বিনির্মাণে আমরা আরও বেশি কাজ করে যাবো।

অনুষ্ঠানে তড়িৎ কৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবু সুফিয়ান মাহবুবের (লিমন) সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন করেন আইইবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী।

এতে আরও উপস্থিত ছিলেন- আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, মঞ্জুরুল হক মঞ্জু, এজিএস শেখ তাজুল ইসলাম তুহিন, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোল্লা মো. আবুল হোসেন, সম্পাদক কাজী খাইরুল বাশার, বিভাগের সম্পাদক মেসবাহুজামান চন্দন, অমিত কুমার, ড. আনোয়ারুল ফাত্তাহ ও মো. জুলফিকার আলী প্রমুখ।

এসইউজে/এমকেআর



https://ift.tt/hg5TQbI
from jagonews24.com | rss Feed https://ift.tt/w8f6I2l
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url