পথশিশু উৎসব করবে জুম বাংলাদেশ

বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে জুম বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে পথশিশু উৎসব ২০২২। জুম বাংলাদেশ ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। ঢাকায় তাদের ৬টি স্কুলে প্রায় সাড়ে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে শিক্ষার সুযোগ পাচ্ছে।

২ অক্টোবর ছিল বিশ্ব পথশিশু দিবস। ছিন্নমূল শিশুদের পুনর্বাসন তথা তাদের জীবনমান উন্নত করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে আগামী ১৫ অক্টোবর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে জুম বাংলাদেশ আয়োজন করছে পথশিশু উৎসব ২০২২।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো আতিকুল ইসলাম।

এছাড়াও শিশুদের আনন্দ দিতে উপস্থিত থাকবে জনপ্রিয় টিভি প্রোগ্রাম সিসিমপুর-এর লাইভ চরিত্রগুলো।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম ও ঢাকাপোস্ট২৪.কম ।

এই অনুষ্ঠানে আপনিও চাইলে অংশগ্রহণ করতে পারেন রেজিস্ট্রেশনের মাধ্যমে। রেজিস্ট্রেশন লিংক- https://ift.tt/mNk1wYi

এমএইচআর



https://ift.tt/ByoQKHZ
from jagonews24.com | rss Feed https://ift.tt/EbGyIWk
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url