কুষ্টিয়ায় মহাসড়ক থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি মহাসড়কে পড়েছিল। পুলিশ বলছে, তারা দুজনই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরের বিত্তিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাথপুর গ্রামের শাজাহান আলী (৬৫) এবং তার ছেলে শামিম আহম্মেদ (২৮)।

স্থানীয় চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা জানান, তারা দুজনে কুষ্টিয়া শহর থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কে দুর্ঘটনায় উভয় নিহত হন।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, শুক্রবার রাতে বিত্তিপাড়ার লালন ফিলিং স্টেশনের কাছের রাস্তায় দুর্ঘটনায় পড়া একটি মোটরসাইকেল ও তার পাশে দুটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বড় কোনো যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা বা সংঘর্ষ হয়েছে। নিহত দুজনই ছিলেন মোটরসাইকেলে।

আল-মামুন সাগর/জেডএইচ/



https://ift.tt/3UYQ8Zp
from jagonews24.com | rss Feed https://ift.tt/rjXWZwa
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url