কোটি টাকার ইয়াবাসহ কক্সবাজারের গডফাদার ঢাকায় গ্রেফতার

প্রায় এক কোটি টাকা মূল্যের ৩৩ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের গডফাদার খ্যাত এক মাদক কারবারিকে ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর)। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানায়নি ডিএনসি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জাগো নিউজকে জানান ডিএনসির সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি বলেন, কক্সবাজারের উখিয়ায় মৎস প্রকল্পের আড়ালে ইয়াবার কারবার করতেন ওই ব্যক্তি। মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা।

গ্রেফতার ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা ছিল বলে জানান ডিএনসির এ কর্মকর্তা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসামির জিজ্ঞাসাবাদ চলছিল।

এ বিষয়ে বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মো. মেহেদী হাসান।

টিটি/এসএএইচ



https://ift.tt/eoyNWum
from jagonews24.com | rss Feed https://ift.tt/Po1kXgK
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url