বাংলাদেশ ক্রিকেট দলকে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বিদায় সংবর্ধনা

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরোমি ব্রুয়ার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন।

হাইকমিশনার ঢাকায় দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়ার প্রাক্কালে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এ সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কূটনীতিক ও ব্যবসায় প্রতিনিধিরা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে হাইকমিশনার জেরোমি ব্রুয়ার বলেন, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের সময়ে জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে।

জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে তিনি আশা করেন, অস্ট্রেলিয়ায় যথাযথ অভ্যর্থনা পাবে জাতীয় ক্রিকেট দল।

আইসিসির আয়োজনে আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ রাতে নিউজিল্যান্ড যাচ্ছে টাইগার বাহিনী। সেখানে স্বাগতিক নিউজিল্যান্ডের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল।

এইচএ/জেডএইচ/



https://ift.tt/Z3kpCPA
from jagonews24.com | rss Feed https://ift.tt/gDlRwz2
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url