কারসাজিতে মুনাফা ৪ কোটি, জরিমানা ৭৫ লাখ টাকা

কারসাজির মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার দাম বাড়ার প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে কোম্পানিটির শেয়ার দাম বাড়িয়ে একটি চক্র ৪ কোটি টাকার বেশি মুনাফা তুলে নিয়েছে। কারসাজির প্রমাণ মেলায় চক্রের তিনজনকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানে প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির তথ্য বেরিয়ে আসে। কারসাজির প্রমাণ মেলায় সম্প্রতি এ জরিমানা সংক্রান্ত আদেশ জারি করেছে বিএসইসি।

প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে জড়িত থাকা তিন বিনিয়োগকারীর মধ্যে রয়েছে- এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্টের বিনিয়োগকারী ও শিক্ষিত বেকার কেন্দ্রীয় সঞ্চয় ঋণদান সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ, সিটি ব্রোকারেজের বিনিয়োগকারী মো. এ জি মাহমুদ এবং মো. সাইফ উল্লাহ।

এর মধ্যে এ জি মাহমুদ এবং সাইফ উল্লাহ সম্পর্কে ভাই। এ তিন বিনিয়োগকারী একে অপরের সহযোগিতায় প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়েছে। এর মাধ্যমে তারা ৪ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৭২৫ টাকা রিয়েলাইজড গেইন করেছে।

ডিএসই ২০২০ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সময়ে প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন সংক্রান্ত তদন্ত করে এ কারসাজির প্রমাণ পেয়েছে।

এ কারসাজি চক্রের ভূমিকার কারণে আলোচ্য সময়ে (২০২০ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর) প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার ২৯ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৬৭ টাকা ৪০ পয়সা হয়। অর্থাৎ শেয়ারের দাম বাড়ে ১২৯ দশমিক ২৫ শতাংশ।

তদন্তে বেরিয়ে এসেছে, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সময়ে কারসাজি চক্রের সদস্য মো. এ জি মাহমুদ প্রভাতি ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৫৮ হাজার ৭১১টি শেয়ার কেনেন। এর বিপরীতে বিক্রি করেন ৩ লাখ ৬৭ হাজার ৩০৬টি শেয়ার।

এ জি মাহমুদের ভাই মো. সাইফ উল্লাহ এসময়ে প্রভাতি ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৯৭ হাজার ৪৮৯টি শেয়ার কেনে। এর বিপরীতে বিক্রি করে ৪ লাখ ৬০ হাজার ৮৯১টি শেয়ার।

কারসাজিতে জড়িত থাকায় জরিমানার শিকার হওয়া শিক্ষিত বেকার কেন্দ্রীয় সঞ্চয় ঋণদান সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ আলোচিত সময়ে শিক্ষিত বেকার কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে প্রভাতি ইন্স্যুরেন্সের ১২ লাখ ৭১ হাজার ১১৮ শেয়ার কেনেন। ওই সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রভাতি ইন্স্যুরেন্সের ১৩ লাখ ২৬ হাজার ১১৮টি শেয়ার বিক্রি করা হয়।

অধিক পরিমাণ শেয়ার কেনাবেচার মাধ্যমে মো. জসিম উদ্দিন শেখ এবং তার দুই সহযোগী এ জি মাহমুদ ও মো. সাইফ উল্লাহ একে অপরের সহযোগিতায় প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার দাম কৃত্রিমভাবে বাড়ানোর সঙ্গে জড়িত থাকায় জসিম উদ্দিন শেখকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কারসাজি চক্রের অন্য দুই সদস্যের মধ্যে মো. সাইফ উল্লাহকে ১৫ লাখ টাকা এবং তার ভাই এ জি মাহমুদকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ২২ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৮ এর প্রদত্ত ক্ষমতাবলে এ জরিমানা করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অভিযুক্ত প্রত্যেকেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(৫) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(১) লঙ্ঘন করেছে।

এমএএস/এমআইএইচএস



https://ift.tt/4XlSKDA
from jagonews24.com | rss Feed https://ift.tt/NSkXV4q
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url