টাঙ্গাইলে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ অক্টোবর) টাঙ্গাইলের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকী এ রায় দেন।

দণ্ডিত দুজনকেই ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

তারা হলেন ঘাটাইল উপজেলার লক্ষীন্দর পূর্বপাড়া গ্রামের শামছুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৩৪) এবং টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে উমর ফারুক সোহেল (৩২)।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌশুলী মহসিন সিকদার জানান, দণ্ডিত দেলোয়ার হোসেনকে র‍্যাবের একটি দল ২০১৫ সালের ৩১ মে অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২৪০ ইয়াবা ও ৫০ গ্রাম হিরোইন জব্দ করা হয়।

র‍্যাবের উপ-সহকারি পরিচালক বজলুর রশীদ বাদী হয়ে দেলোয়ারের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুফ আলী ২০১৫ সালের ২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষণার পর দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে অন্য দণ্ডিত ব্যক্তি উমর ফারুককে ২০১৫ সালের ১৮ জুলাই র‍্যাব টাঙ্গাইল শহরের পুরাতন আদালত রোড থেকে ৯২ বোতল ফেনসিডিল এবং নগদ ৫০ হাজার ২০ টাকাসহ গ্রেফতার করে। পরে র‍্যাবের উপ-সহকারি পরিচালক ফিরোজ আহম্মদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলা চলাকালে উমর ফারুক জামিনে মুক্তি লাভ করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

আরিফ উর রহমান টগর/এমআইএইচএস



https://ift.tt/Ja5lK3w
from jagonews24.com | rss Feed https://ift.tt/pBmUYLE
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url