ময়মনসিংহে শাশুড়িকে হত্যার অভিযোগে জামাতা গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়ের জামাইয়ের হাতের ধাক্কায় ইয়াসমিন আক্তার (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় জামাতা মোজ্জাম্মেল হককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আড়াইউড়া গ্রামের আবদুল জব্বারের স্ত্রী। গ্রেফতার মোজাম্মেল হক উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাছিনুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে মোজাম্মেল হকের সঙ্গে বিয়ে হয় মিতু আক্তারের। বিয়ের পর তাদের সংসারে দ্বন্দ্ব লেগেই থাকত। গত বুধবার মোজ্জাম্মেল হকের শাশুড়ি ইয়াসমিন আক্তার তার মেয়েকে নিতে তাদের বাড়ি যান। দুদিন মেয়ের জামাতার বাড়িতে থাকার পর ঘটনার দিন সকাল ১০টায় মিতুকে তাদের বাড়ি নিয়ে যেতে চান ইয়াসমিন আক্তার।

তবে মোজাম্মেল মিতুকে দিতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। মোজাম্মেল হক তার শাশুড়িকে ধাক্কা দেন। শাশুড়ির মাথা ইটের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি শেখ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর মেয়ের জামাই মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মঞ্জুরুল ইসলাম/জেডএইচ/



https://ift.tt/vpwhmJD
from jagonews24.com | rss Feed https://ift.tt/ncV1hsX
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url