এআইইউবিতে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক সেমিনার

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ‘সেফ ইন্টারনেট ফর একাডেমিক এক্সিলেন্স’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর এআইইউবি অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সক্ষম করা।

এআইইউবির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেমিনারের আয়োজন করে। এতে সহযোগিতা করে এআইইউবি কম্পিউটার ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা। এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন আইএসপিএবির সভাপতি এবং অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ও সিইও মো. এমদাদুল হক, আইএসপিএবির পরিচালক এবং ইনফোলিংক লিমিটেডের পরিচালক ও সিইও সাকিফ আহমেদ, আইএসপিএবির মহাসচিব এবং কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁইয়া, নিজের বলার মতো একটা গল্পের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ, এআইইউবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম সিদ্দিক হোসেন।

প্রধান অতিথি মোস্তাফা জব্বার তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ফাইভ-জি এবং ইন্টারনেট নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড. লামাগনা বিশ্বের জন্য একটি নিরাপদ ইন্টারনেট সম্পর্কে তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং অতিথিদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।

অধ্যাপক ড. সিদ্দিক হোসেন এআই, রোবোটিক্স, ব্লক চেইন, আইটি সেক্টরের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। ইকবাল বাহার জাহিদ তার আইটি ফাউন্ডেশনের ইতিহাস ও অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়াও সাকিফ আহমেদ তার আইটি স্কুলিং সম্পর্কে বর্ণনা করেন এবং মেলা, ইন্টার্নশিপ সুযোগ, প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন। নাজমুল করিম ভূঁইয়া নিরাপদ ইন্টারনেট ব্যবহার, খরচ এবং ইন্টারনেটের গতি নিয়ে বক্তব্য দেন। এসময় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

কেএসআর/



https://ift.tt/fLBwMz8
from jagonews24.com | rss Feed https://ift.tt/n2gCKDI
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url