‘চীনের যে কোনো নতুন উন্নয়ন বিশ্বের জন্য সুযোগ’

চীনের যে কোনো নতুন অগ্রযাত্রা ও উন্নয়নকে বিশ্বের জন্য নতুন সুযোগ বলে উল্লেখ করেছেন চায়না মিডিয়া গ্রুপের এশিয়া ও আফ্রিকান ভাষা প্রচার বিভাগের মহাপরিচালক আন সিয়াও ইয়ু।

তিনি বলেছেন, সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস শেষ হয়েছে। এ সম্মেলনে চীনের পরবর্তী উন্নয়নের সার্বিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চীনকে সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ হিসেব গড়ে তোলার নতুন যাত্রা উন্মোচিত হয়েছে।

জাতীয় কংগ্রেস প্রতিনিধি আন সিয়াও ইয়ু বলেন, চীনের নতুন যাত্রা মানে চীনের নতুন উন্নয়ন। চীনের নতুন উন্নয়ন বিশ্বের জন্য নতুন সুযোগও বটে। চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়ন হচ্ছে বিশাল জনসংখ্যার আধুনিকায়ন, সব জনগণের অভিন্ন সমৃদ্ধির আধুনিকায়ন, বস্তুগত ও আধ্যাত্মিক সভ্যতার মধ্যে সামঞ্জস্যপূর্ণ আধুনিকায়ন, মানুষ ও প্রকৃতির সহাবস্থানের আধুনিকায়ন এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথে যাওয়ার আধুনিকায়ন।

শুক্রবার (১৮ নভেম্বর) চীনের জাতীয় কংগ্রেসের সাফল্য এবং গণ চীনের অগ্রযাত্রা বিষয়ে ঢাকায় রেনেশাস হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনলাইনে বেইজিং থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এতে ‘চীনের নতুন যাত্রা’কে তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।

জানা যায়, এ ধারাবাহিক তথ্যচিত্রে একাধিক প্রাণবন্ত গল্প বলা হয়েছে। এসব গল্প চীনের প্রাণশক্তিপূর্ণ উন্নয়নের ‘পাসওয়ার্ড’ প্রকাশ করে; চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের পথে চীনা জনগণের নিরন্তর চলার চিত্র তুলে ধরে। বাংলাদেশের দর্শকদের কাছে চীনের নতুন যাত্রার বৈশ্বিক তাৎপর্য আরও ভালোভাবে তুলে ধরার জন্য এ তথ্যচিত্র।

jagonews24

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর ইয়ু লি ওয়ান, বাংলাদেশে চীনা শিল্পপ্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের সভাপতি খ্য ছাং লিয়াং, বাংলাদেশ-চীন শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ ত্বরান্বিত অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি ছাই ছুন লেই, চীনা বার্তা সংস্থা সিনহুয়ার ঢাকা ব্যুরোর প্রধান লিউ ছুন থাও, বাংলাদেশে প্রবাসী চীনা সংস্থার মহাসচিব চেন ছি হুয়া, বাংলাদেশে প্রবাসী চীনা সংস্থার যুব কমিটির সভাপতি চাং ছিং পিন প্রমুখ।

অনুষ্ঠানে বেইজিং থেকে সরাসরি যুক্ত হন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী এবং বেইজিংয়ের বাংলা বিভাগের কর্মীরা। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের ফেসবুক পেজ ‘সি আর আই বাংলা’র বর্তমান ফলোয়ার এক কোটি ছাড়িয়েছে। এ সাফল্যকে উদযাপন করাও এ অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য ছিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের তথ্য ও লেখার মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে তথ্য ও সংস্কৃতির বিনিময় আরও সুদৃঢ় হচ্ছে। দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে তা প্রভাব রাখছে। বাংলাদেশের সংবাদকর্মীরা চীনের তথ্য পাওয়ার জন্য পশ্চিমা মিডিয়ার দ্বারস্থ না হয়ে সরাসরি তথ্য পেতে পারেন।

চায়না ফোকাস, চায়না আওয়ার, দ্য গ্রেট ওয়াল শো, চায়না বুলেটিন, জানা অজানা চীন, সবুজ পৃথিবী হলো সিএমজি বাংলার কয়েকটি টিভি অনুষ্ঠান। যা নিয়মিত বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে। এ অনুষ্ঠানে এগুলোর প্রোমো প্রচার হয়েছে। এসময় বাংলাদেশের মিডিয়া প্রতিষ্ঠানগুলোর উচ্চ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, চীনা রাষ্ট্রদূত লি জি মিং, চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর ইয়ু লি ওয়ান, বাংলাদেশে চীনা শিল্পপ্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের সভাপতি খ্য ছাং লিয়াং, সিনহুয়া বার্তা সংস্থার ঢাকা ব্যুরোর প্রধান লিউ ছুন থাও।

এইচআর/এমকেআর



https://ift.tt/WerTkun
from jagonews24.com | rss Feed https://ift.tt/xrgCmVh
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url