রাজধানীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২ বাসযাত্রীকে ছুরিকাঘাত

রাজধানীর আসাদগেট এলাকায় নারী যাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাস ঠেকিয়ে দুই তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

আহতরা হলেন- মো. রাব্বি হোসেন (২২) ও মো. শাওন হোসেন (২০)। তাদের মধ্যে রাব্বির অবস্থা গুরুতর। আহত দুজন লালবাগের শহীদনগর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আসাদগেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

আহতদের সহকর্মী শাহরিয়ার জানান, তারা ২০-২৫ জন একটি অনুষ্ঠান থেকে বিকাশ পরিবহনে করে আজিমপুরের দিকে ফিরছিলেন। সবাই একটি প্রতিষ্ঠানে কর্মরত। তাদের সঙ্গে অনেক নারী কর্মীও ছিলেন।

তিনি আরও জানান, বাসটি আসাদগেট এলাকায় পৌঁছালে সেখানে থাকা কয়েকজন তরুণ-যুবক নারী যাত্রীদের উত্ত্যক্ত করে। বাস থামিয়ে তারা এর প্রতিবাদ করেন। এসময় ওই দুর্বৃত্তরা গাড়িতে উঠে রাব্বি ও শাওনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আসাদগেট এলাকায় ছুরিকাঘাতে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রাব্বির অবস্থা আশঙ্কাজনক। তবে শাওন কিছুটা শঙ্কামুক্ত।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

কাজী আল-আমিন/এএএইচ



https://ift.tt/MsOzP0n
from jagonews24.com | rss Feed https://ift.tt/Lu2KdPI
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url