জেনে নিন যুক্তরাষ্ট্র ও ওয়েলসের একাদশ

দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ওয়েলস। ঐতিহাসিক এই বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে উত্তর আমেরিকার পরাশক্তি যুক্তরাষ্ট্রের। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে ২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তাই স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ শুরুর আগে কাতার বিশ্বকাপে নিজেদের সামর্থ্য জানান দিতে চায় যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যেই তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দুর্দান্ত এক দল নিয়ে কাতার এসেছে তারা।

দুই দলের একাদশ

যুক্তরাষ্ট্র একাদশ: ফরমেশন (৪-৩-৩)


ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারমান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, জোস সার্জেন্ট, টিমোথি উইয়াহ

কোচ: গ্রেগ ম্যাথিউ বারহাল্টার

ওয়েলস একাদশ: ফরমেশন (৫-৩-২)

ওয়েইন হেনেসি, বেন ডেভিস, ক্রিস মেফাম, নিকো উইলিয়াম, জো রোডোন, অ্যারন রামসে, এথান আমপাডু, কনর রবার্টস, ড্যানিয়েল জেমস, গ্যারেথ বেল, হ্যারি উইলসন

কোচ: রবার্ট জন পেজ

আরআর/জেডএইচ



https://ift.tt/DPs80cK
from jagonews24.com | rss Feed https://ift.tt/TYB1R2j
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url