প্রক্সি পরীক্ষা দিতে এসে কারাগারে মাদরাসাছাত্র

রাজশাহীর পবা উপজেলায় অন্য পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন এক মাদরাসাছাত্র। তাকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সকালে সারাদেশে একযোগে শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। এদিন পবার নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা কেন্দ্রে উপজেলার আলিগঞ্জ দারুন সুন্নাহ কামিল মাদরাসার শিক্ষার্থী আবুল হায়াতের (রোল নম্বর-১১৮১৯২, রেজিস্ট্রেশন নম্বর- ১৫১৮৯১০৪১০) পরিবর্তে পরীক্ষা দিতে বসেন স্থানীয় রুস্তম আলীর ছেলে মকবুল হোসেন।

পরীক্ষা শুরুর পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজি’ সরকার ওই কেন্দ্র পরিদর্শনকালে মকবুলের আচরণে সন্দেহ মনে হলে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের জানান। পরে তাকে জিজ্ঞাসাবাদ এবং প্রবেশপত্র যাচাই করে নিশ্চিত হন, আবুল হায়াতের প্রক্সি পরীক্ষা দিতে আসেন মকবুল। জিজ্ঞাসাবাদে তিনি নিজেও বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় সহকারী কমিশনার অভিজিৎ সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মকবুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে আবুল হায়াতকে সব পরীক্ষা হতে বহিষ্কার করা হয়।

পবা উপজেলা কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার এসব তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ ঘটনার সাথে আলিগঞ্জ দারুস সুন্নাহ আলিম মাদরাসার অধ্যক্ষ নূর মোহাম্মদ খানের যোগসাজস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগপত্রও পাঠানো হয়েছে।

এমকেআর



https://ift.tt/ozXe46d
from jagonews24.com | rss Feed https://ift.tt/jEUtMzw
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url