দেখে নিন যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড ম্যাচের একাদশ

মাঠের খেলা ছাপিয়ে এই ম্যাচ যেন মাঠের বাইরেও অনেক বড় কিছু হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইংল্যান্ডের লড়াই যেন এক বিশেষ বার্তাই বহন করে কেননা এই ইংল্যান্ড তথা ব্রিটেনের দেশটির কাছ থেকেই স্বাধীনতা পেয়েছিল যুক্তরাষ্ট্র।

কাতারের আল বায়েত স্টেডিয়ামে রাত ১টায় আজ লড়াইয়ে নামছে এই দুই দল। যেখানে প্রথম ম্যাচে ইরানকে উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ওয়েলসের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে এই ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না যুক্তরাষ্ট্র।

ইংল্যান্ড একাদশ: ফরমেশন (৪-২-৩-১)
জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কিয়েরান ত্রিপিয়ার, ম্যাসন মাউন্ট, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, রাহিম স্টার্লিং, বুকায়ো শাকা।

যুক্তরাষ্ট্র একাদশ: ফরমেশন (৪-৩-৩)
ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারমান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, রাইট, টিমোথি উইয়াহ

আরআর/এমআইএইচএস



https://ift.tt/oFnakQ5
from jagonews24.com | rss Feed https://ift.tt/xFwqc6r
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url