জামিনে পেয়ে বাড়ি ফেরার পথে হত্যা মামলার আসামির মৃত্যু

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শাহজাহান বেপারী (৫৯) নামে হত্যা মামলার সন্দেহভাজন এক আসামির মৃত্যু হয়েছে। তিনি জেলার মুলাদী উপজেলার চাঞ্চল্যকর মনির হোসেন হত্যা মামলার আসামি ছিলেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই হত্যা মামলায় জামিনে ছাড়া পেয়ে ছেলের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শাহজাহান বেপারী।

জানা যায়, সন্ধ্যার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন ফরাজির বাড়ির সামনে বাবুগঞ্জ-মীরগঞ্জ সড়কে শাহজাহান বেপারী মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তিনি মুলাদীর কাজিরচর ইউনিয়নের চরকমিশনার এলাকার মৃত কদম আলী বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, শাহজাহান বেপারী ছেলে মনির বেপারীর মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। হঠাৎ তিনি মোটরসাইকেল থেকে সড়কের ওপর পড়ে যান। কিছুদূর যাওয়ার পর ছেলে বিষয়টি টের পান এবং তার বাবার কাছে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে শাহজাহান বেপারীকে প্রথমে বাবুগঞ্জ কলেজ গেট সংলগ্ন গ্রিনলাইফ ডায়াগনস্টিক সেন্টারে এবং পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বজনরা জানান, মুলাদী থানার মনির হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গত ৬ নভেম্বর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা শাহজাহান বেপারীকে গ্রেফতার করে। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরমধ্যে পরিবারের সদস্যরা অসুস্থতার কথা উল্লেখ করে আদালতে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে জামিনে ছাড়া পেয়ে ছেলের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শাহজাহান বেপারী গুরুতর আহত হয়েছিলেন। দুর্ঘটনাস্থল সংলগ্ন একটি বাড়ির সিসি টিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, ছেলে মনির বেপারীর মোটরসাইকেল থেকে হঠাৎ সড়কে পরে যান শাহজাহান বেপারী। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

গত ২৩ মে রাতে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার এলাকার মনির হোসেন নামে এক যুবককে খুন করেন দুর্বৃত্তরা। পরদিন ২৪ মে সকালে চরকমিশনার এলাকার একটি মাছের ঘেরের পাশ থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহত মনির হোসেনের ছোট ভাই পাভেল হোসেন বাদী হয়ে মুলাদী থানায় একটি হত্যা মামলা করেন। তিন মাস আগে মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গত ৬ নভেম্বর শাহজাহান বেপারী এবং একই এলাকার রাজিব হাওলাদারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

সাইফ আমীন/এমকেআর



https://ift.tt/VL25w8j
from jagonews24.com | rss Feed https://ift.tt/y9lQhZI
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url