শুভকামনা ব্রাজিল, খেলা হবে: ফজলুর রহমান বাবু

কিছুক্ষণ পরই কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় মাঠে নামবে ফেবারিট ব্রাজিল। তাদের প্রতিপক্ষ সার্বিয়া। বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিল ও সার্বিয়ার এ খেলা শুরু হবে।

ব্রাজিল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় দলের খেলোয়াড়দের ছন্দময় ফুটবল নৈপুণ্য উপভোগ করবেন। সবাই এখন খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন। পাড়া-মহল্লায় আজ সারাদিন চলেছে ব্রাজিলের খেলা নিয়ে আলোচনা।

ব্রাজিল ফুটবল টিমের খেলা দেখার এ উৎসবে অংশ নিয়েছেন দর্শকনন্দিত অভিনেতা ফজুলর রহমান বাবুও। তিনিও যে ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত তা আরও একবার জানান দিলেন।

ব্রাজিল দলের প্রতি শুভকামনা জানিয়ে ফজলুর রহমান বাবু তার ভেরিফায়েড ফেসবুকে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করেছেন।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমরা ছিলাম, আছি, থাকবো। শুভকামনা প্রিয় ব্রাজিল। খেলা হবে।’

এমআই/এমএমএফ/এএএইচ



https://ift.tt/5D40ot1
from jagonews24.com | rss Feed https://ift.tt/o6xiBfD
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url