‘এখন থেকেই মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে’

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এখন থেকেই মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে এবং নৌকার পক্ষে ভোট চাইতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, উন্নয়ন ও মানবকল্যাণে সফলতা নিয়ে কোনো ধরনের আত্ম-অহমিকায় আক্রান্ত হওয়া যাবে না। জাতির পিতার রাজনীতি ছিল বাংলার জনগণের ভাগ্যোন্নয়নের জন্য। তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে ঐতিহাসিক লড়াই করেছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যেক নেতাকর্মীকে জনগণের ঘরে ঘরে যেতে হবে, বিনয়ের সঙ্গে দেশ গড়ার দাওয়াত পৌঁছাতে হবে, এখন থেকেই নৌকার পক্ষে ভোট চাইতে হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সব শ্রেণিপেশার ভাল মানুষ যারা আওয়ামী লীগের নীতি ও আদর্শের প্রতি আনুগত্য স্বীকার করবেন তাদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্যভুক্ত করে রাজনৈতিক প্রক্রিয়া ও আদর্শিক শিক্ষণের আওতায় আনার নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতব্বরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব ফরিদুল ইসলাম চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি। এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান প্রধান বক্তা এবং বিশেষ বক্তা ছিলেন আশেক উল্লাহ রফিক এমপি ও জাফর আলম এমপি প্রমুখ।

এসইউজে/এমকেআর



https://ift.tt/VL25w8j
from jagonews24.com | rss Feed https://ift.tt/Co2dZYJ
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url