সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন আহসান খান চৌধুরী

বর্ষসেরা উদ্যোক্তা সি-স্যুট অ্যাওয়ার্ড পেয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপ এর চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়। ‘সি-স্যুট অ্যাওয়ার্ড, ২০২২’ নামে এ পুরস্কারের আয়োজক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

অনুষ্ঠানটিতে প্রায় ৩৫০ জন বিজনেস লিডার, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্ব অংশ নেন। আয়োজনটির প্রথম সংস্করণটিতে প্রায় ৩০টি কোম্পানি থেকে ১০০-এর অধিক নমিনেশন জমা পড়ে। একটি বিশেষজ্ঞ জুরিবোর্ডের পর্যালোচনায় সেখান থেকে বাছাই সম্পন্ন করা হয়। এ বছর ১৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন এক্সিকিউটিভকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার বিজয়ী আহসান খান চৌধুরী জাগো নিউজকে বলেন, আমি মনে করি বাংলাদেশ একটি তরুণ জাতি। ক্রমবর্ধমান উপায়ে আমরা বাংলাদেশকে সম্মুখপানে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবসায়িক পরিমণ্ডল ব্যাপক ভূমিকা রাখছে। এ পরিমণ্ডলে অসংখ্য উদ্যোক্তা আছেন। যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছেন। তারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করছেন।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান বলেন, আজ পুরস্কার পেয়ে সম্মানিত হলাম। এতে আমরা আরও উৎসাহিত হবো। আমি মনে করি, আমরা আজ যেভাবে সম্মানিত হলাম ভবিষ্যতে বাংলাদেশের আরও অনেক উদ্যোক্তা এভাবে সম্মানিত হবেন।

এবারের আয়োজনটির প্রযোজনায় ছিল ইউনাইটেড গ্রুপ ও সহযোগিতায় ছিল টিম গ্রুপ, দ্য ডেইলি স্টার ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই)।

আরএডি



https://ift.tt/mfgO7MF
from jagonews24.com | rss Feed https://ift.tt/T6UZnjV
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url