‘সরকারবিরোধী ষড়যন্ত্র’র অভিযোগে রাজধানীতে গ্রেফতার ৩২

রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ার থেকে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতাররা ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ করতে টাওয়ারের ফুড কোর্টে উপস্থিত হয়েছিলেন।

গ্রেফতারদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) রাতে এই অভিযান চালানো হয়।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

jagonews24

মহাখালী এসকেএস টাওয়ার

তিনি বলেন, রাত ১০টার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের ফুড কোর্টে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়। কাফরুল থানায় একটি মামলা ছিল, সেই মামলায় পলাতক আসামি তারা। এছাড়া শুক্রবার রাতে মূলত তারা সরকারবিরোধী ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠকে মিলিত হন।

কাফরুল থানার ওসির দাবি, গ্রেফতারদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

ওসি বলেন, গ্রেফতারদের মধ্যে নেতৃস্থানীয় পর্যায়ের একজনকে পেয়েছি। তার নাম আবুল কালাম আজাদ। তিনি ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সাবেক সভাপতি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

টিটি/জেডএইচ/



https://ift.tt/8oQV4Pu
from jagonews24.com | rss Feed https://ift.tt/Tgi83nO
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url