দেখে নিন যুক্তরাষ্ট্র-ইরান হাইভোল্টেজ ম্যাচের একাদশ

২০২৬ বিশ্বকাপের স্বাগতি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। নিজেদের মাটিতে খেলতে নামার আগে কাতারে যেন অগ্নিপরীক্ষাতেই নামতে হচ্ছে জো বাইডেনের দেশকে। এশিয়ান জায়ান্ট ইরানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে রাত ১টায় মাঠে নামছে যুক্তরাষ্ট্র। মাঠে নামার আগেই এই ম্যাচকে ছাপিয়ে সবার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে রাজনীতি।

কেননা ইরানের উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। তাই এই ম্যাচটি ইরানের জন্য যেমন প্রতিশোধের তেমনি মাঠের বাইরের ঘটনাকে চপেটাঘাত দেওয়ার মোক্ষম সুযোগও বটে। ইরানের জন্যেও ম্যাচটি গুরুত্বপূর্ণ কেননা দ্বিতীয় রাউন্ডে জেতে হলে এই ম্যাচে তাদেরও জিততে হবে। তবে ড্র করলেও তাদের সামনে সুযোগ থাকবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সেক্ষেত্রে ওয়েলসকে হারতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। মাঠে নামার আগে দেখে নিন দুই দলের একাদশ।

যুক্তরাষ্ট্র একাদশ: ফরমেশন (৪-৩-৩)
ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারমান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, কার্টার-ভিকার্স, টিমোথি উইয়াহ

ইরান একাদশ: ফরমেশন (৪-৪-২)
বেইরানভান্দ (গোলরক্ষক), রেজাইন, মোর্তেজা পৌরালিগাঞ্জি, মাজিদ হুসেইনি, মিলাদ মোহাম্মদি, ঘলিজাদেহ, আহমদ নুরুল্লাহ, হাসাফি, এহসান হাজসাফি, আজমন, মেহেদী তারেমি।

আরআর/এমআরএম



https://ift.tt/Xj8qyHh
from jagonews24.com | rss Feed https://ift.tt/An1FfL2
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url