যুবলীগের সমাবেশে ছাত্রদলের ককটেল বিস্ফোরণ, আটক ৩

রাজধানীর যাত্রীবাড়ীতে যুবলীগের সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবলীগের দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছাত্রদলের তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের টুইন টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে যুবলীগের সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সমাবেশ চলাকালে ওই স্থান দিয়ে ছাত্রদলের নতুন কমিটির একটি মিছিল যাচ্ছিল উল্লেখ করে ওসি বলেন, যুবলীগ নেতাদের ধারণা- ছাত্রদলের মিছিল থেকেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ককটেল বিস্ফোরণ ছাড়াও যুবলীগের মঞ্চ ভাঙচুর ও সংগঠনের কয়েকজনকে মারধর করারও অভিযোগ উঠেছে।

আটক ছাত্রদলের তিন নেতাকর্মীকে পুলিশ থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মাজহারুল।

টিটি/এমকেআর



https://ift.tt/6dlfru5
from jagonews24.com | rss Feed https://ift.tt/aIsA3dz
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url