নায়ক রিয়াজের ঘরে নতুন অতিথি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজের ঘরে নতুন অতিথি এসেছে। তিনি ছেলে সন্তানের বাবা হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) রাতে রিয়াজ ফেসবুকে তার সন্তানের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আল্লাহর রহমতে আমাদের পরিবারে নতুন সদস্য আরিজ সিদ্দকী। আপনাদের দোয়া কামনায়।’

এ প্রসঙ্গে রিয়াজ জাগো নিউজকে বলেন, গত সপ্তাহে রাজধানীর স্কয়ার হাসপাতোলে তার ছেলে সন্তানের জন্ম হয়। মা ও সন্তান দুজনেই এখন ভালো আছে। সুস্থ আছে।

এর আগে রিয়াজের ঘরে কন্যা সন্তান রয়েছে। তার নাম আমিরা।

এমআই/এমএমএফ



https://ift.tt/sFTEUSa
from jagonews24.com | rss Feed https://ift.tt/lDNMmv1
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url