আওয়ামী লীগ-বিএনপির কাছে মানুষ নিরাপদ নয়: চুন্নু

বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ও বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এমন কোনো কাজ নেই যে করছে না। জনগণের আশা-আকাঙ্ক্ষা চাওয়া-পাওয়ার কোনো মূল্য নেই এ দুই দলের কাছে। শুধু কীভাবে ক্ষমতায় থাকবে আর কীভাবে ক্ষমতায় যাবে এই তাদের চিন্তা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাপা মহাসচিব বলেন, বর্তমান সরকারের দুর্নীতি ও লুটপাট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যের কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। জাতীয় যুব সংহতির প্রতিটি নেতাকর্মীকে এই দুঃশাসন অপশাসন ও লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।

এসময় মুজিবুল হক চুন্নু সোমবার (২৬ ডিসেম্বর) রূপগঞ্জে জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এসএম/আরএডি



https://ift.tt/j8WTQeS
from jagonews24.com | rss Feed https://ift.tt/xyXonZP
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url