অধস্তন আদালতের বিচারকদের সাঙ্গে মতবিনিময় করবেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সারাদেশে কর্মরত সব জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এসময় অধস্তন আদালতের এসব বিচারকদের উদ্দেশে অভিভাষণ প্রদান করবেন তিনি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানা গেছে। সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা স্মারক মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচার বিভাগে আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে সারাদেশে কর্মরত সব জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এসময় অধস্তন আদালতের এসব বিচারকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক অভিভাষণ দেবেন তিনি।

আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টায় সুপ্রিম কোর্ট জাজেজ স্পোর্টস কমপ্লেক্সে এ মতবিনিময় ও দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে সব জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এটি একটি সরকারি অনুষ্ঠান। ফলে অনুষ্ঠানে আগত বিচার বিভাগীয় কর্মকর্তারা সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন এবং বিধিমোতাবেক ডিএ প্রাপ্ত হবেন।

এফএইচ/এমআইএইচএস



https://ift.tt/ryD9jCf
from jagonews24.com | rss Feed https://ift.tt/lkUDWcu
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url