গাজীপুরে কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন, বড় ক্ষতির আশঙ্কা

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পাইকারি কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাশাপাশি থাকা দুটি মার্কেটের বহু দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ও টঙ্গী থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। মার্কেটের রাস্তা খুব সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ ও আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে।

বাজারের ব্যবসায়ী আব্দুস সোবাহান জানান, ওই পাইকারি মার্কেটে দুই শতাধিক কাপড়ের দোকান ছিল। আগুনে মার্কেটের দোকানগুলোতে থাকা শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, ওড়না, কম্বলসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে, অগ্নিকাণ্ডে পাশের হোসেন মার্কেট নামে আরেকটি মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। সেখানেও অন্তত ২৫টি দোকান ও মালামাল পুড়ে গেছে। মার্কেট দুটিতে পাইকারি কাপড়ের পাশাপাশি কিছু মুদি ও মনোহারি দোকানের মালামালও পুড়ে গেছে।

জেলার ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে।

মো. আমিনুল ইসলাম/এএএইচ



https://ift.tt/k540wtJ
from jagonews24.com | rss Feed https://ift.tt/QL5gF8I
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url