চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে জান্নাত নামের দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শুক্রবার দুপুরে বিষয়টি জানান চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস। বুধবার ডেঙ্গু আক্রান্ত শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় নতুন করে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ২৪ জন চিকিৎসাধীন আছেন। চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ৫ হাজার ৩৫০ জন।

ইকবাল হোসেন/এমআইএইচএস



https://ift.tt/SKjpc3a
from jagonews24.com | rss Feed https://ift.tt/Svn3p8g
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url