স্ত্রীসহ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তার কারাদণ্ড

দুর্নীতির মামলায় শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী জাকির হোসেন মল্লিককে তিন বছর ও তার স্ত্রী শাহনাজ হোসেনকে পৃথক দুই ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২১ ডিসেম্বর) এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসাদুজ্জামান।

কারাদণ্ডের পাশাপাশি জাকির হোসেনকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তার স্ত্রীকে ১৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় জামিনে থাকা এই আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগ রয়েছে, শাহনাজ হোসেন তার স্বামী জাকির হোসেনের সহায়তায় ১৫ লাখ ৭৮ হাজার ৬০০ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করেন এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৬ লাখ ৪২ হাজার ৩৫৪ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।

এ অভিযোগে দুদকের সহকারী পরিচালক আ. গালাম আলী মোল্লা ২০১৭ সালের ১৮ অক্টোবর রমনা মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে একই ব্যক্তি ২০২০ সালের ৮ নভেম্বর দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

জেএ/জেডএইচ/



https://ift.tt/ZkGXbcm
from jagonews24.com | rss Feed https://ift.tt/4VvHu15
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url