স্বাধীনতাবিরোধীদের সঙ্গে অনেক রাজনৈতিক দলের সম্পর্ক দেখেছি: চুন্ন

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে অনেক রাজনৈতিক দলের সম্পর্ক আমরা দেখেছি। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক হতে পারে না। জাতীয় পার্টি কখনো স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সম্পর্ক করবে না।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

৫০ বছরেও স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, শোষণ, বঞ্চনা, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি দেশের মানুষ। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি। মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত।

আগামী প্রজন্ম যেন স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে সেজন্য সব রাজনৈতিক শক্তির ঐক্যমত জরুরি বলে অভিমত ব্যক্ত করেন চুন্নু।

তিনি বলেন, স্বাধীনতার চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই। শুধু পদ্ধতিগত কারণেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না। আনুপাতিক হারে নির্বাচন হলে নির্বাচনে শুধু মার্কা থাকবে, কোনো প্রার্থী থাকবে না। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করবে না। শুধু আনুপাতিক হারেই নির্বাচন সুষ্ঠু হতে পারে।

এসএম/এমকেআর



https://ift.tt/frdjeW1
from jagonews24.com | rss Feed https://ift.tt/NVqL1Sf
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url