রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পুলিশ সদস্য, ঢামেক হাসপাতালে ভর্তি

 

রাজধানীর শ্যামপুর পোস্তগোলা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে মো. খলিলুর রহমান (৫৫) নামে এক পুলিশ সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে স্টোমাক ওয়াশ করার পর তাকে ঢামেক হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

খলিলুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা রাজীব জাগো নিউজকে জানান, তার ভাই খলিলুর রহমান মোহাম্মদপুর বসিলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে রান্নার (কুক) কাজ করেন। আজ এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে রাইদা পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির সদস্য তাকে কিছু খাইয়ে অচেতন করে। খবর পেয়ে শ্যামপুর পোস্তগোলা এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে স্টোমাক ওয়াশ করার পর তাকে ঢামেক হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি আর জানান, তার ভাইয়ের কাছে থেকে কত টাকা নিয়েছে। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পোস্তগোলা এলাকা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক কুককে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

কাজী আল-আমিন/এমএএইচ/



https://ift.tt/cuv3l62
from jagonews24.com | rss Feed https://ift.tt/W78NKys
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url