নিকেতনে পেটে কাঁচের টুকরা ঢুকিয়ে তরুণীর ‌‘আত্মহত্যা’

রাজধানীর নিকেতনে কলহের জেরে পেটে কাঁচের টুকরা ঢুকিয়ে মোছা. মাহিমুন মুলান (২২) নামের এক তরুণি আত্মহত্যা করেছেন বলে তার স্বামী অভিযোগ করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী জুবায়ের হোসেন বলেন, ‌‘আমার স্ত্রী অতিরিক্ত জেদি ছিলেন। পারিবারিক কলহের জের ধরে বোতল ভেঙে কাঁচের টুকরা নিজের পেটে ঢুকিয়ে দেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলা সদরের চন্দনতলা গ্রামে। বর্তমানে রাজধানীর উত্তর বাড্ডায় ভাড়া থাকতেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ



https://ift.tt/Zg9ARyC
from jagonews24.com | rss Feed https://ift.tt/b5oq1s2
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url