চলন্ত প্রাইভেটকারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেটকারে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে জাগো নিউজকে এ তথ্য জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

তিনি বলেন, ভুক্তভোগী তরুণী একটি বিউটি পার্লারে চাকরি করেন। গত ২৫ ডিসেম্বর ওই তরুণী তার এক বন্ধুর সঙ্গে উত্তরা সাত নম্বর সেক্টরের একটি ভবনে যান। সেখানে তাদের সিজান ও রায়হানসহ চারজন যুবক আটকে রেখে টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে অভিভাবককে জানানোর ভয় দেখায়। এরপর ভুক্তভোগীর বন্ধু টাকা আনতে গেলে তারা ভুক্তভোগীকে একটি প্রাইভেটকারে তুলে বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। পরে চলন্ত গাড়িতেই চারজন সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে ওই তরুণীকে উত্তরা পশ্চিম এলাকায় নামিয়ে দেওয়া হয়।

ওসি মোহাম্মদ মোহসীন বলেন, এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে মামলা করেন ভুক্তভোগী। পরে সোমবার (২৭ ডিসেম্বর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিজান ও রায়হানকে গ্রেফতার করা হয়। আজ তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আসামিরা প্রত্যেকেই গাড়িচালক। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে দুইটি করে মামলা রয়েছে বলেও জানান তিনি।

আরএসএম/আরএডি



https://ift.tt/j8WTQeS
from jagonews24.com | rss Feed https://ift.tt/gEJj9ac
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url