দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় স্বাধীনতাবিরোধী শক্তি

স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্ন কৌশলে দেশকে আবারো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) আয়োজনে ‘বিজয় উৎসব-২০২২’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগে বাঙালি পুলিশ সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

jagonews24

বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে আমরা এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছি। আমরা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করবো।

পুলিশপ্রধান বলেন, আমরা লক্ষ্য করছি, স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্ন কৌশলে এ দেশকে আবারো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমরা এ বিজয় উৎসবের মাধ্যমে সবাইকে জানাতে চাই, এ দেশ আর পিছিয়ে যাবে না। এ দেশ বঙ্গবন্ধুর দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে।

jagonews24

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম বলেন, বিজয়ের কথা বলতে গেলে ঘুরেফিরে বার বার মুক্তিযুদ্ধের কথা আসে। বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ ইতিহাসই আসলে মুক্তিযুদ্ধ। আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের কথা বেশি বেশি স্মরণ করবো।

অনুষ্ঠানে ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অ্যাসোসিয়েশনের সদস্য ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/জেডএইচ/



https://ift.tt/5PTQL20
from jagonews24.com | rss Feed https://ift.tt/WjYuLsc
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url