ট্যাংকলরির চাকা বিস্ফোরণে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির চাকা বিস্ফোরণের পর রিংয়ের আঘাতে জসিম উদ্দিন (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (১ জানুয়ারি) দুপুরে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে জসিমের স্ত্রী জুবাইদা আক্তারও (২৩) গুরুতর আহত হন।

পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে জসিম মারা যান। বর্তমানে তার স্ত্রী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, রোববার দুপুরে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে শিমরাইল এলাকায় ফজলুল হক পেট্রল পাম্পের সামনে দিয়ে স্বামী-স্ত্রী হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি তৈলবাহী ট্যাংকলরির চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জসিম ও তার স্ত্রী জুবাইদা আহত হন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, রোববার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা গেছেন। তার স্ত্রী চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

রাশেদুল ইসলাম রাজু/এএএইচ



https://ift.tt/aGRMQjP
from jagonews24.com | rss Feed https://ift.tt/sHS07Ln
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url