নায়েমের পরিচালক সেলিমুজ্জামানের ওপর হামলা

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েমে) পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) মো. সেলিমুজ্জামানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা কলেজের পাশের নায়েম গলিতে তিনি হামলার শিকার হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে হামলার বিষয়ে তিনি বলেন, ‘‘আমাদের অডিটোরিয়াম নষ্ট থাকায় শিক্ষকদের একটি প্রশিক্ষণ কোর্স ধানমন্ডির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হচ্ছিল। সেই কার্যক্রম শেষে রাতে আমি স্কুটি নিয়ে নায়েমে ফিরছিলাম। এ সময় ঢাকা কলেজের হলগেটে আসার পর একটি মোটরসাইকেল এসে আমার গতিরোধ করে। আমাকে এসে বলে, আমার মোটরসাইকেলে লাগিয়ে দিলেন ক্যান?’ আমি আসলে তার হোন্ডায় লাগিয়ে দেইনি। এরপর তারা আমার ওপর হামলা করে। আমার মাথায় হেলমেট ছিল, মারধরে আমার হেলমেট ভেঙে যায়। আমি নায়েমের পরিচালক পরিচয় দেওয়ার পর আমাকে আরও বেশি মারধর করে। আমার স্কুটিও ভাঙচুর করে। আমি কৌশলে কোনোমতে সেখান থেকে নায়েমে চলে যাই।’’

নায়েমের এই পরিচালক বলেন, ‘ধারণা করছি হামলায় অংশ নেওয়া দুষ্কৃতকারীরা ঢাকা কলেজের শিক্ষার্থী ৷ নায়েম কর্তৃপক্ষ ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। আমি চাই এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘এই দেশে কি আমরা সরকারি কর্মকর্তারা নিরাপদ নই? আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি এ ঘটনার বিচার চাই।’

এদিকে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল গণি সাধু বলেন, ‘আমরা তার সঙ্গে (ভুক্তভোগী) কথা বলেছি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে অপরাধী শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। ওনারা আসছিলেন। আমরা কথা বলেছি। আমাদের কোনো শিক্ষার্থীরা জড়িত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী কোনো সহযোগিতা চাইলে আমরা তাদের সহায়তা করবো।

ইএ



https://ift.tt/kNscGdU
from jagonews24.com | rss Feed https://ift.tt/4y5GOHS
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url