বাঁশখালীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আদর্শগ্রাম এলাকায় কোরবান আলী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এছাড়া জমির উদ্দিন প্রকাশ কালু নামে একজনকে আটক করেছে পুলিশ।

কোরবান আলী বাঁশখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মৃত হাকিম আলী ছেলে। আহতরা হলেন- মীর হোসেন (৪০), আবু ছৈয়দ (৩৫) ও বাদশা মিয়া (৬৪)।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় আদর্শগ্রাম এলাকায় অপু মিয়ার চা দোকানের পাশে রাস্তার ওপর আড্ডা দিচ্ছিলেন কোরবান আলীসহ কয়েকজন। হঠাৎ কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। এরমধ্যে জমির দা দিয়ে কোরবানের মাথায় আঘাত করেন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন>> চট্টগ্রামে একদিনে দুই খুন

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে— শনিবার সন্ধ্যায় তিনজন ও রাত ৮টার দিকে একজনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় নিয়ে যাওয়া তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তাদের চমেক হাসপাতালে নেওয়ার হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কোরবান আলী নামে একজনকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক জাগো নিউজকে বলেন, ‘আদর্শগ্রাম এলাকায় এক যুবক খুন হয়েছে। এ ঘটনার পরপরই পুলিশ অভিযানে যায়। যুবক হত্যায় জড়িত একজনকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযান এখনো শেষ হয়নি। আসামিকে নিয়ে অভিযানে থাকা টিম এখনো থানায় আসেনি।’

গত চারদিনের ব্যবধানে বাঁশখালীতে দুটি খুনের ঘটনা ঘটেছে। গত ১০ জানুয়ারি মঙ্গলবার রাতে গণ্ডামারা ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুদু মিয়া নামে এক বিপণন কর্মকর্তা নিহত হন।

ইকবাল হোসেন/এমএএইচ/



https://ift.tt/Jh4DWTC
from jagonews24.com | rss Feed https://ift.tt/bZCv5hU
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url