মেট্রোরেলে ৫ দিনে ৪৬ লাখ ৮০ হাজার টাকার টিকিট বিক্রি

যানজটের নগরী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন মেট্রোরেল। বহুল আকাঙ্ক্ষিত এ যোগাযোগ ব্যবস্থা দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওয়ে আসতে পারছেন যাত্রীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের চলাচল উদ্বোধন করেন। পরদিন ২৯ ডিসেম্বর গণমানুষের জন্য উন্মুক্ত হয় মেট্রোরেল। সোমবার (২ জানুয়ারি) পর্যন্ত পাঁচদিনে মেট্রোরেলের আয় ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।

সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, পাঁচদিনে ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ৬০ টাকা। ফলে এ খাতে রাজস্ব আয় হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৫৪০ টাকা।

অন্যদিকে গত পাঁচদিনে চার হাজার ৮০৪টি এম আরটিপাস টিকিট বিক্রি হয়েছে। প্রতিটা টিকিটের দাম ৫০০ টাকা। ফলে এ খাতে আয় হয়েছে ২৪ লাখ দুই হাজার টাকা। দুই খাত মিলিয়ে মোট টিকিট বিক্রি হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকার।

এমওএস/এএএইচ



https://ift.tt/2AdXVtT
from jagonews24.com | rss Feed https://ift.tt/TuokDL6
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url