আরিচা-কাজিরহাটে ফেরি বন্ধ, মাঝ নদীতে আটকা তিন ফেরি

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে শনিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এসময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায় এবং নৌ-দুর্ঘটনার আশংকা দেখে দেয়। এতে যাত্রী ও চালকদের জান-মালের নিরাপত্তার কথা ভেবে নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশায় তীরে ভিড়তে না পারায় মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

বি.এম খোরশেদ/জেডএইচ/



https://ift.tt/xCgR291
from jagonews24.com | rss Feed https://ift.tt/qK5BjxZ
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url