তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৪০ হাজার লিটার ডিজেল ড্রেনে

চট্টগ্রামের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের দুইটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পড়ে গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এসময় একটি ওয়াগন থেকে জ্বালানি তেল ড্রেনে পড়ে আশপাশে ছড়িয়ে যেতে থাকে।

এদিন রাত সাড়ে ১০টায় ইয়ার্ড মাস্টার আবদুল মালেক জাগো নিউজকে বলেন, কী পরিমাণ তেল পড়ে গেল তা জানা যায়নি। ওয়াগনটি উদ্ধারের কাজ চলছে।

আরও পড়ুন: পাহাড় কাটার অভিযোগে খুলশী ক্লাবের সহ-সভাপতির বিরুদ্ধে মামলা

জানা যায়, নগরীর গুপ্তখাল এলাকার পদ্মা-মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল নিয়ে সিজিপিওয়াইতে প্রবেশ করছিল ওই ট্রেনটি। ট্রেনটি ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সিজিপিওয়াইতে প্রবেশের ১৫ থেকে ২০ মিনিটের মাথায় দুইটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

রেলওয়ের এক কর্মকর্তা বলেন, একেকটি ওয়াগনে প্রায় ৩৮ থেকে ৪০ হাজার তেল ধরে। ওয়াগনের মুখ বন্ধ থাকার কথা। কিন্তু পড়ে খুলে যাওয়ায় তেল পড়তে শুরু করে।

ইকবাল হোসেন/আরএডি



https://ift.tt/MmQd1K5
from jagonews24.com | rss Feed https://ift.tt/yYH364E
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url