লালবাগে চোরাই ইজিবাইকসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর লালবাগ এলাকা থেকে চোরাই ইজিবাইকসহ চোরচক্রের চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই ইজিবাইক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. জমির হোসেন গাজী (৫০), মো. মাসুদ রানা (২৮), মো. ইব্রাহিম (২২) ও মো. ফয়সাল হাওলাদার (২২)।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব জাগো নিউজকে এ তথ্য জানাযন।

jagonews24

তিনি জানান, বুধবার (১৫ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর লালবাগ থানাধীন জে. এন. সাহা রোডের কেল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই ইজিবাইকসহ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই ইজি বাইক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতাররা ইজিবাইক চোরচক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ইজিবাইক সংগ্রহ করে লালবাগসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরএসএম/এমকেআর



https://ift.tt/DlzdtHr
from jagonews24.com | rss Feed https://ift.tt/vfnDQI5
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url