রাজধানীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকার একটি বাসা থেকে মো. জোবায়ের হোসেন (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জোবায়ের হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদরের ইসলামপুর গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে। রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল পূর্ব বড়দিয়া মসজিদের পাশে আবুল হোসেনের বাসায় পরিবারের সঙ্গে থাকতো।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাতারকুল পূর্ব বড়দিয়া মসজিদের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এসআই জুয়েল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে সাতারকুল এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করি। এর পর তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোবায়ের হোসেনের মায়ের বরাত দিয়ে তিনি বলেন, কিশোর জোবায়ের সারাদিন বাসায় থাকতো, কোনো কাজ করতো না। এ নিয়ে তা মা আজ বকাঝকা করেন। তাই মায়ের ওপর অভিমান করে সে গলায় ফাঁস দিয়েছে বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাজী আল-আমিন/এমএএইচ/



https://ift.tt/0QL45da
from jagonews24.com | rss Feed https://ift.tt/tLnNeWd
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url