তুর্কি দূতাবাসে উপহার-সামগ্রী দিলো হোপ

সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উপহার সামগ্রী সহায়তায় দিয়েছে ‘হেল্পিং অপোরচুনিটিজ ফর পিপল’স এনডেভার (হোপ)। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে তূর্কি দুতাবাসে এসব সামগ্রী হস্তান্তর করেন হোপ-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কাউসার আলম ভূঁইয়া।

সম্প্রতি তুরস্কে আঘাত হানা ভূমিকম্প ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্ষতিগ্রস্থের চিহ্ন। এবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এসময় হোপের প্রতিনিধি দল তুরস্ক দূতাবাস কর্মকর্তাদের প্রতি সহমর্মিতা জানান। তারা বলেন, মানুষ মানুষের জন্য। ভুমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবার দাঁড়ানো উচিত। হোপ সব সময় দেশ-বিদেশে বিপদগ্রস্থ মানুষের পাশে আছে। ভবিষ্যতেও থাকবে।

দূতাবাসের পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন দূতাবাস কর্মকর্তা রিশাদ হোসেন। সেময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোপ পরিচালক মাহমুদুল হক রোমান, মোহাম্মদ সালাউদ্দিন ও আসাদ মাহমুদ প্রমুখ।

এএএম/এমআইএইচএস



https://ift.tt/kH8I2wX
from jagonews24.com | rss Feed https://ift.tt/7uKf58s
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url