চট্টগ্রামে আটতলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ডি ব্লকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. ইসরাফিল (২০), সাকিম আলী (২০) ও মো. রিপন (২০)। তারা তিনজনই নির্মাণ শ্রমিক।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেল ব্যবসার জন্য ‘বিষফোঁড়া’

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জাগো নিউজকে বলেন, কল্পলোক আবাসিকের ডি ব্লকের মাহাবুবুর রহমানের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ওই তিন শ্রমিক। তারা মাচাংয়ের ওপর দাঁড়িয়ে সিলিংয়ের কাজ করছিলেন। একপর্যায়ে সেটা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে মারাত্মক আহত হয়।

আরও পড়ুন: যেখানে মালিক-শ্রমিক সবাই সমান, কর্মপরিবেশও নিরাপদ

এসময় অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসরাফিল ও সাকিম আলীকে মৃত ঘোষণা করেন। পরে রিপন নামের আরেক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি।

ইকবাল হোসেন/জেডএইচ/



https://ift.tt/TZQmjWf
from jagonews24.com | rss Feed https://ift.tt/vHXsLSQ
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url