কঙ্গোর শান্তিরক্ষা মিশনে বাংলাদেশির মৃত্যু

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গো প্রজাতন্ত্রের মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুনুর রশিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটি কামারী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৬ মিনিটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গো প্রজাতন্ত্রের মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুনুর রশিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মরদেহ দ্রুততম দেশে আনার কার্যক্রম চলমান।

সার্জেন্ট মো. মামুনুর রশিদ ২০২২ সালের ১১ অক্টোবর বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সদস্য হিসেবে কঙ্গো যান। এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য শাহাদাৎবরণ করেন এবং ২৩২ জন সেনা সদস্য আহত হন।

আইএসপিআর আরও জানায়, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে। তাদের এ পেশাদারিত্ব, অবদান ও আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে।

টিটি/এমআরএম



https://ift.tt/XSBvJr7
from jagonews24.com | rss Feed https://ift.tt/pgiPxGd
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url