দেবিদ্বারের ইউএনও ডেজীকে দেড় মাসে তিনবার বদলি

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তীকে আবারও বদলির আদেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দিনগত রাতে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ওই প্রজ্ঞাপনে ইউএনও ডেজীকে আবারও পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। দেবিদ্বারের ইউএনও হিসেবে যোগদানের মাত্র সাড়ে তিন মাসে তিনবার বদলির আদেশ পেয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ ডিসেম্বর দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ডেজী চক্রবর্তী যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি বিতর্কিত কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে সমালোচিত হন। বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদের শিরোনামও হয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি প্রথমে তাকে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে ওই বদলি স্থগিত করে তিনি তার পদে বহাল থাকেন।

এর ঠিক এক মাস পর গত ৭ মার্চ দ্বিতীয়বারের মতো ডেজীকে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়। এ প্রজ্ঞাপন প্রকাশের ১১ দিন পরও তাকে দেবিদ্বারে নিজ কর্মস্থলে বহাল থাকতে দেখা যায়।

এরই মধ্যে শুক্রবার (১৭ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর স্বাক্ষরিত পৃথক বদলির প্রজ্ঞাপনে ডেজী চক্রবর্তীকে দাগনভূঞা উপজেলায় বদলির আদেশটি স্থগিত করে পুনরায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বদলি করা হয়েছে।

সরকারি নির্দেশ উপেক্ষা এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ডের ইজারা দিয়ে সমালোচনার জন্ম দেন ইউএনও ডেজী। এছাড়া গত ডিসেম্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারি প্রটোকল ভেঙে রাজনৈতিক নেতাদের অতিথি করা, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সভায় যোগদান করতে বাধ্য করানোসহ বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচিত হন তিনি।

বদলির বিষয়ে জানতে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ডেজী চক্রবর্তীকে একাধিকবার ফোনকল করা হলেও তিনি রিসিভ করেননি।

জাহিদ পাটোয়ারী/এমকেআর



https://ift.tt/9ZkGQl2
from jagonews24.com | rss Feed https://ift.tt/tdjN8Zw
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url